রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ রকি হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত রকি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, রকি মাদক ব্যবসা করে এমন গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে তার বাড়ির পার্শ্বে একটি বাশঝাঁড় থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসকেপি/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৯)