চোখ

অন্য দশ জন মানুষের মতো আমারও দু’টি চোখ আছে
কিন্তু কষ্টের বিষয়, চোখ দুটির একটি নানা রোগে অসুস্থ, অন্যটি ভালো নেই
থাকলে প্রাণ ভরে একজন প্রেমিকের মতো
দেখতে পারতাম প্রিয়তমার সুন্দর রূপ।

বুকের দুধ না পেয়ে যে শিশুটি কান্না করছে
চোখ থকলে, মমতাময়ী মায়ের মতো
সেই শিশুটিকে কোলে নিয়ে
আদর করে বুকের পাঁজরে রেখে দিতাম।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোদ্ধাহত যে মুক্তিযোদ্ধা
হুইল চেয়ারে বসে ভাতা নিতে এসে বিবর্ণ মুখে
অন্য একজন ভাতাপ্রাপ্ত বিতর্কিত মুক্তিযোদ্ধার
পেছনের সাড়িতে অপেক্ষা করছেন,
চোখ থাকলে তীব্র প্রতিবাদে আজ আগুন ছড়িয়ে দিতাম।

বহুতল ভবনের নিচে যে বৃদ্ধ মানুষটি
জীবন বাঁচানোর তাগিদে ভিক্ষা করতে এসে
ক্লান্ত হয়ে বারান্দায় বসতে চাইলেও
ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়া হয়েছে,

চোখ দুটি নষ্ট থাকায় আমি দেখতে পাচ্ছিনা
দেখতে পেলে এমন বৈষম্য ও অমানবিক কাজ হতে দিতাম না
আমার চোখ দুটি নষ্ট বলেই
আমি এসব অন্যায় অনিয়ম দূর করতে পারছি না।

লেখক : কবি ও সমকাল সাংবাদিক, সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, কেন্দুয়া, নেত্রকোনা।