চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ‘বড়াল নদীকে দখল ও দূষণ মুক্ত করার দাবীতে স্থানীয় বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত বে-সরকারী সংস্থা হারডো সম্মেলন কক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির চাটমোহর উপজেলা আহ্বায়ক ডাঃ অঞ্জন ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান। সভায় বক্তব্য দেন, হারডো’র নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম মধু, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, প্রভাষক ইকবাল কবির রঞ্জু, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুু, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা যুবলীগ সভাপতি সাজেদুর রহমান মাস্টার, জাসদ নেতা সুজা উদ্দিন বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডুু সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, উপজেলা কৃষক লীগের নেতা আব্দুল মান্নান মোন্নাফ প্রমূখ।

(এস/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৯)