কুষ্টিয়া প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার বিকেল ৫টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের ইসলাম মার্কেটের সামনে সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রাহাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার, আব্দুর রশিদ ফুরকান, আশকর আলী, আফছার আলী, লুৎফর রহমান, গিয়াস উদ্দিন, আশরাফ আলী, আমলা বাজার কমিটির সভাপতি সিদ্দিক আলী, আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, আ’লীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা যুবজোটের আহবায়ক আফতাব উদ্দিন, আমলা শ্যামলী কাউন্টারের পরিচালক বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইয়াছিন আলী প্রমুখ।

সমাবেশ শেষে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আমলা বাজারের প্রধান সড়ক অবরোধ করে ইসরাইলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

(কেকে/অ/আগস্ট ০৫, ২০১৪)