নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বক মারার বিষ খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শাহিনা আক্তার (২৫), সে দুই কন্যা সন্তানের জননী ছিল।

স্থানীয়রা বলছে, এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ওলি উদ্দিন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এর আগে, বুধবার দিনগত গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামর মজুগো বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর স্বামীর পরিবার বলছে, সে বিষপানে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাদের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ প্রথমে বক মারার বিষপান করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতের স্বামীকে খোঁজ করে পাওয়া যায়নি।

(এস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৯)