ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উত্তরের হিমেল হাওয়ায় ঈশ্বরদীতে শীতের তীব্রতা বেড়েছে। দুপুর ১টা পর্যন্ত সূর্য্যরে মূখ দেখা যায়নি। সকালের দিকে কুয়াচ্ছন্নতা কমে গেলেও ১১টার পর হতে কুয়াশার চাদরে সর্বত্র ঢেকে গেছে। শনিবার সকালে ঈশ্বরদীতে ১০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

আবহাওয়া অফিস জানায়, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার কারণে মৃদু শৈত্য প্রবাহ আর নেই। তবে সূর্য্যরে মূখ দেখা না যাওয়ায় কুয়াশার দাপট এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

শীত এবং কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনভর চারপাশ ঢেকে থাকছে কুয়াশায়। রাস্তায় গাড়ি-ঘোড়া ও জনসমাগম নেই বললেই চলে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না।

হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের দোকানগুলোতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন গড়ম কাপড় ক্রয় করছে। নতুন কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় পুরনো কাপড় দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়েছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২১, ২০১৯)