আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ কামিনি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিআরটিসির বাস চাপায় অটোরিক্সা চালক ও এক সংবাদপত্র বিক্রেতার মৃত্যু হয়েছে। 

নিহত অটোরিক্সা চালক সিদ্দিকুর রহমান (৫৫) এবং সংবাদপত্র বিক্রেতা মোঃ লোকমান হোসেন (৩৯) বাবুগঞ্জ উপজেলার রামপট্টি ও রাজগুরু এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, অটোরিক্সা চালক সিদ্দিকুর রহমান সংবাদপত্র বিক্রেতা লোকমান হোসেনকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে নতুনহাট থেকে রহমতপুরের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে কামিনি পেট্রোল পাম্পের কাছে আসলে বিআরটিসির একটি বাস অটোরিক্সাকে চাঁপা দেয়। এতে অটোর চালক সিদ্দিকুর রহমান ও যাত্রী লোকমান হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বাসটিকে আটক করেছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৯)