নওগাঁ প্রতিনিধি : শুক্রবার রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণখন্ডা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ৩ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা গোপনে একটি সিএনজি যোগে ৬০ বোতল ফেনসিডিল নিয়ে সীমান্তবর্তী রামচন্দ্র্রপুর গ্রাম থেকে আগ্রাদ্বিগুন বাজারে আসার পথে দক্ষিণখন্ডা নামকস্থানে ধামইরহাট থানার এসআই অরুপ কুমার ও শাহজাহান আলম তাদেরকে গ্রেফতার করেন। সিএনজিতে তল্লাশী করে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সেই সঙ্গে সিএনজিতে বসা ৩ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জেলার চকতাতারু গ্রামের বাবুর আলীর পুত্র বাদশা হোসেন (২৪), একই এলাকার আব্বাস আলীর পুত্র সম্রাট হোসেন (২৫) এবং রফিকুল আলমের পুত্র ওয়াজেদ আলী (২৩)।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাসান সরদার জানান, আটকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এসপি/ডিসেম্বর ২১, ২০১৯)