নওগাঁ প্রতিনিধি : শনিবার দুপুরে নওগাঁর রাণীনগরে অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইনার হুইল ক্লাব অব নওগাঁর আয়োজনে রাণীনগর উপজেলার করজগ্রাম বাজারে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। 

চৌধুরী মোস্তাক আহম্মেদ শালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইনার হুইল ক্লাবের সভাপতি সোহেলী সুলতানা চৌধুরী ।

অন্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক তয়েজ উদ্দীন, জাকারিয়া হাসান চপল, মকসেদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ওই এলাকার প্রায় অর্ধশত দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

(বিএম/এসপি/ডিসেম্বর ২১, ২০১৯)