মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সোহেল হাওলাদার (৩২) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ফাঁসি ও অন্যদের কঠোর শাস্তির দাবীতে রবিবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বক্তারা সোহেল হত্যাকান্ডের সাথে জড়িত মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের জামিন না দিয়ে মৃত্যুদন্ড প্রদান এবং অন্য আসামীদের গ্রেফতার করে অবিলম্বে কঠোর শাস্তির দাবী জানান।

পরে একই স্থানে বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে অংশগ্রহণকরীরা। এসময় বক্তব্য রাখেন সোহেলের ভাবি রিনা আহমেদ ও স্থানীয় কামাল হাওলাদার, মাসুদ হাওলাদার, মস্তফা হাওলাদার, হুমায়ন কবির প্রমুখ।

রাজৈর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার শওকত জাহান বলেন, আমার জানা মতে আসামিরা এখন জেল হাজতে রয়েছে। আর বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।

উল্লেখ্য, গত ৯ মে সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুরের পোল্ট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন মিলে হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ তার সহযোগিরা পলাতক ছিল।

এই ঘটনায় ১১মে শনিবার রাতে নিহতের বড় ভাই বাবু হাওলাদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১০ জনকে আসামী করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় শোডাউন করে ফিরে আসেন।’ তবে হাইকোটের জামিনের মেয়াদ শেষ হলে মাদারীপুর আদালতে জামিন নিতে আসলে জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

(এএসএ/এসপি/ডিসেম্বর ২২, ২০১৯)