গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে হামলা, ঘরবাড়ী ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও  তিন সাঁওতালকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র পিটিশনের দীর্ঘ শুনানী শেষে এ আদেশ দেন। একই সাথে এ মামলার পরবর্তী শুনানীর জন্য আগামি ৩ ফেব্রুয়ারী দিন ধার্য্য করা হয়।

মামলার বাদি থমাস হেমব্রমের পক্ষের আইনজীবি সিরাজুল ইসলাম বাবু জানান, উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকায় পুলিশ, রংপুর চিনিকল শ্রমিক ও সাঁওতালদের মধ্যে ত্রি-মুখী সহিংসতার ঘটনায় মামলা হয়। মামলায় পিবিআই’র দাখিল করা তদন্ত প্রতিবেদনে এজাহার নামীয় মূল আসামীসহ জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও রংপুর চিনিকলের কর্মকর্তা এবং শ্রমিক নেতাদের চার্জশীটে নাম বাদ রেখে রক্ষার চেষ্টা করা হয়। এসব কারনে পিবিআইয়ের চার্জশীট নাকচ করে মামলার বাদি থমাস হেমব্রম আদালতে নারাজির আবেদন করেন। পরপর তিন দফা এই আবেদন শুনানী শেষে এ আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা এলাকার সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় চলতি বছরের ২৮ জুলাই গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৯০ জনকে অভিযুক্ত করে পিবিআই’র গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই সরকার চাজর্শীট দাখিল করেন।

(এস/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)