রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খোলা বাজারে বিক্রয়কালে ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খলিষখালি ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত পঞ্চানন সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫২), একই ইউনিয়নের দুর্বডাঙ্গা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৫১)।

দলুয়া বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু সেলিম জানান, দীর্ঘদিন ধরে প্রশান্ত সরকার ও উত্তম মল্লিক বাজারে কচ্ছপ বিক্রির ব্যবসা করে আসছিল। সোমবার সকালে কচ্ছপ বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই বস্তায় থাকা উক্ত কচ্ছপসহ দুইজনকে হাতে নাতে আটক করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানী অধিনায়ক মো. শাহিনুর ইসলাম জানান, ৩৪ পিস কচ্ছপসহ দুই কচ্ছপ ব্যবসায়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা দিয়ে তালার উপজেলার পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)