সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির গাজীপুরের আওতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবকদের সম্পৃত্ততাকরণ প্রকল্প সংবাদমাধ্যম কর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা আজ মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

ব্রাকের ময়মনসিংহ এলাকার রিজোনাল ম্যানেজার মো. গোলজার রহমানের সভাপতিত্বে ও সেক্টর গবেষণা বিষেশজ্ঞ দেবাশীষ হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা.রওশনারা সরকার।

মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোসা. মামসুন্নাহার, কাপাসিয়া এলাকার সমন্বয়কারী মো. আনোয়ার হোসেন, স্থানীয় সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল, এফ এম কামাল হোসেন, মো. মুজিবুর রহমান, নুরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন শামীম, আকরাম হোসেন রিপন প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২৪ , ২০১৯)