গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ধরে ফাতেমা বেগম (৩২) নামের এক গৃহবধূকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। সোমবার রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর দুই শ্বাশুরীকে আটক করেছে।

জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার পুত্র আশরাফুল ইসলামের সাথে তাঁর স্ত্রী ফাতেমা বেগমের পারিবারিক কারণে প্রায়ই নানা কারণে কলহ লেগেই থাকতো এবং আশরাফুল ইসলাম তাঁর স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই এক পর্যায়ে সোমবার সামান্য কারণে দাম্পত্য কলহ দেখা দেয়।

পরদিন গ্রামবাসীরা ফাতেমার মৃত্যুর সংবাদ শুনে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই শাশুড়ি কাইফা বেগম (৫০) ও কোহিনুর বেগম (৪০) কে আটক করেছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় কালো দাগ রয়েছে এবং লাশে মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর পরিবারের লোকজন মুখে বিষ ঢেলে দিয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৯)