মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগেঞ্জ বই উৎসবের অগেই বই বিতরণের অভিযোগে কাঠালতলী দি মাদারস লাভ একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মোসাঃ আখি আক্তার সীমাকে দর্শনে নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করে এর সত্যতা পেয়ে গত সোমবার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম কারণ দর্শনের নোটিশের মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে এর জাবাব চেয়েছেন।

বই বিতরনের সংবাদটি পত্রিকায় প্রকাশিত হলে টনক নড়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের। জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন উপজেলার কাঠালতলী দি মাদারস লাভ একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষিকা বই উৎসবের আগেই আধিক ছাত্র/ ছাত্রী ভর্তির আশায় ২০২০ সালের প্রাথমিকের নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

এ ঘটনা জানাজানি হলে এবং স্থানীয় লোকজন লিখিত ভাবে অভিযোগ দিলে ঘটনাটি তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এমনিকি বিদ্যালয়ের নিজস্ব কোন ভবন নেই। সরকারি ভবনের চলছে এক কার্যক্রম।

প্রধান শিক্ষিকা মোসাঃ আখি আক্তার সীমা বলেন, কেজি স্কুলের বইয়ের সাথে প্রাইমারির কিছু নতুন বই ভুলে চলে গেছে। পরে তা সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাজে জমা দিয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, মাননীয় প্রধান মন্ত্রীর উদ্বোধনের আগেই বই বিতরন করে সে অপরাধ করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষিকা বলা হয়েছে। সে জবাব না দিলে হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ইউজি/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৯)