মদন (নেত্রকোনা) প্রতিনিধি : বুধবার নেত্রকোণার মদন উপজেলার বাড়রী গ্রামে মদন-কেন্দুয়া সড়কে শিশু সোনা মিয়া (৩) কে অটোরিক্সা চালক বাঁচাতে গিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মদন উপজেলার সদর থেকে সিএনজি যাত্রী নিয়ে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা হলে অপরদিকে কেন্দুয়া থেকে ছেড়ে আসা অটোরিক্সা যাত্রী নিয়ে মদনের উদ্দেশ্যে আসার পথে শিবপুর নামক স্থানে বাড়রী গ্রামের আশিষ মিয়ার শিশুপুত্র সোনা মিয়া অটোরিক্সার সামনে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অটো-সিএনজির মুখোমুখির সংঘর্ষ ঘটে। এতে আফরোজা আক্তার (৪৫), আশা আক্তার (১৯), সাইকুল ইসলাম (৪০), সোনা মিয়া (৩) এবং অটোরিক্সা চালক আবুল কালাম (৩৫) আহত হয়। পথচারীরা আহতদেরকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের মধ্যে অটোরিক্সা চালক আবুল কালামের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিসৎক ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন।
(এএমএ/এএস/আগস্ট ০৬, ২০১৪)