কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্রই বৈধ হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ দাখিলকৃত ৬ জন মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন।
প্রার্থীরা হলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মুসা, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ছেকের আলী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রবিউল হক, ইউনিয়ন জামায়াতের পূর্ব শাখার সভাপতি ডাঃ রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের পশ্চিম শাখার দল সদস্য আ. রহিম।
এ সময়ে নির্বাচনে অংশ গ্রহণকারী ৬ প্রার্থী ছাড়াও মিরপুর থানার এসআই আব্দুল হালিম ও সকল ব্যাংকের কর্মকর্তার উপস্থিত ছিলেন। আগামী ৯ আগষ্ট মনোনয়ন পত্র প্রত্যাহার, ১০ আগষ্ট প্রতীক বরাদ্দ ও ২৪ আগষ্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৬শ’ ৪৬ জন। উল্লেখ্য সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদ শূন্য হয়।
(কেকে/এএস/আগস্ট ০৬, ২০১৪)