গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র আতাউর রহমান সরকার ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

এ উপলক্ষে রংপুর সুগার মিলের ডোঙ্গা প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু তাহের, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, প্রবীণ আখচাষী জিন্নাত আলী প্রধান প্রমূখ।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে এ চিনিকলের মিলস্ গেটসসহ ৮টি সাবজোনের আওতায় চাষ হওয়া ৫ হাজার ৫২১একর জমি থেকে উৎপাদিত ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৭ভাগ আহরণ হারে ৩ হাজার ৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

(এস/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৯)