কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের একটি পাহাড়ে প্রায় ২৪ ইঞ্চি লম্বা একটি বিস্ফোরণের সন্ধানে মিলেছে। এটি বৃটিশ আমলের অবিস্ফোরিত একটি বোমা বলে ধারণা করে বিস্ফোরণটি ওই স্থানে নিরাপত্তা দিয়ে সেনাবাহিনীর বিশেষজ্ঞদের অবহিত করেছে পুলিশ।

বুধবার বনবিভাগের একটি দল বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার পানিরছড়া নামক পাহাড়ে সামাজিক বনায়নের কাজ করতে গিয়ে এ বিস্ফোরণটির সন্ধান মিলে।
বনবিভাগের মাথাভাঙ্গা বিট কর্মকর্তা তৌহিদুল রহমান জানিয়েছেন, সামাজিক বনায়নের কাজ করতে গিয়ে ২৪ ইঞ্চি লম্বা অনেকটা মিসাইলের সামনের অংশের মতো এ বিস্ফোরণটি সন্ধান পাওয়া যায়। তারা বিষয়টি পুলিশকে অবহিত করে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানিয়েছেন, তারা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণটি দেখেছেন। প্রাথমিক অবস্থায় এটিবৃটিশ আমলের অবিস্ফোরিত একটি বোমা বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ থানার ওসি মোক্তার হোসেন জানিয়েছেন, বিস্ফোরকটি চারপাশে বালির বস্তা দিয়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। বিষয়টি সোনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে।
(টিটি/এএস/আগস্ট ০৬, ২০১৪)