চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আ.হামিদ মাস্টার,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার হাসান রশীদ হোসাইনী, মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী, শিক্ষা অফিসার মো.আশরাফুল ইসলাম প্রমূখ।

সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের সরকারিভাবে প্রদত্ত কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

(এস/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৯)