নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে অন্তত একজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ১০ জন। ১২ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। কোস্ট গার্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ‘রাঙ্গাচোঙ্গা’ নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা মাছধরার নৌকাগুলো ১২ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজ আছেন ১০ জন। নিহতের পরিচয় জানা যায়নি।’

তিনি আরও জানান, নৌবাহিনীর জাহাজ সৈয়দ নজরুল এবং অপরাজেয় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৯)