আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে চার তলা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। 

উপজেলার সেরাল গ্রামে শুক্রবার সকালে ফ্যাসিলিটিজ বিভাগের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় বিদ্যালয় সভাপতি বাদল সেরনিয়াবাত, প্রধান শিক্ষক মাহামুদুল ইসলাম লিটু, আওয়ামী লীগ নেতা রমিজ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোলাম নবী, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিলিটিজ বিভাগের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে বরিশালের মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারী প্রতিষ্ঠান চার তলা বিশিষ্ট বিদ্যালয় ভবন নির্মানের কাজ বাস্তবায়ন করছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৯)