লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া পৌরসভাসহ ১২ টি ইউনিয়নের শিশু শ্রমিকের সংখ্যা দিনকে দিন বাড়ছে। যে বয়সে শিশুদের স্কুলে পড়ালেখা করার কথা, সে বয়সেই সংসারের হাল ধরার জন্য তারা নেমে পড়েছে বিভিন্ন কাজে।

পৌরশহরের লোহাগড়া বাজার, লক্ষীপাশা,এড়েন্দা ,লাহুড়িয়া ,দিঘলিয়া ,মানিকগঞ্জ,কালনা ঘাট সহ উপজেলার বিভিন্ন এলাকায় শিশুরা কায়িক শ্রমে নিয়োজিত হয়ে পড়েছে। এসব শিশুরা এলাকার বিভিন্ন কারখানা,ওয়ার্কশপ,হোটেল,রেষ্টুরেন্ট,ভ্যান চালনা ও বিভিন্ন চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। লক্ষীপাশা বাজারের শাহাজালাল ওয়ার্কশপের কর্মচারী বাহারুল (১০),হৃদয় (১২) ও আকাশ (১০) কাজ করে তাদের সংসার চালাতে বাধ্য হচ্ছে। আলাপকালে এসব শিশুরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে দুই-এক ক্লাস পড়ে সংসারে অভাবের তাড়নায় কারখানায় কাজ নিতে বাধ্য হয়েছি। প্রতিদিন কারখানায় কাজ করে ৩ বেলা খেয়ে মাসে ১৫০০ শত টাকা বেতন নিয়ে কোনরকমে সংসার চলে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,এসব শিশু শ্রমিকরা রোদ্রে-বৃষ্টিতে ভিজে জীবনের ঝুঁকি নিয়ে সামান্য বেতনে কঠিন কাজ করতে বাধ্য হচ্ছে। অনেক শিশু শ্রমিক কারখানা ও ওয়ার্কশপে কাজ করতে গিয়ে নানা দূর্ঘটনায় শরীরের অঙ্গহানি ঘটছে। অনেক সময় দূর্ঘটনায় তাদের মৃত্যু হচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষা বিস্তারে নানা কর্মসুচি গ্রহন করলেও এসব শিশুরা থেকে যাচ্ছে শিক্ষার বাইরে। লোহাগড়ায় বিভিন্ন বেসরকারী সাহায্য সংস্থা বা এনজিও কর্মরত থাকলেও এসব শিশুদের ব্যাপারে তাদের কোন কর্মসুচি নেই। এ ব্যাপারে এনজিও সংগঠক আ. হাই সরদার বলেন, ‘আমাদের যে বাজেট বরাদ্দ হয়,তা দিয়ে এসব শিশু শ্রমিকদের পূনর্বাসন সম্ভব নয়।
(আরএম/এএস/আগস্ট ০৬, ২০১৪)