তথ্যপ্রযুক্তি ডেস্ক : লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে নতুন প্রজন্মের ম্যাকবুক বা আল্ট্রাবুকের জন্য টাইপ সি পোর্টের ডুয়াল ফ্লাশ ড্রাইভ দেশের বাজারে এনেছে টেক রিপাবলিক। 

অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ পেনড্রাইভটি যে কোনো স্মার্টফোন ও ট্যাবের সঙ্গেও ব্যবহার করা যায়। এটির ব্যান্ডউইথ ১০ গুণ দ্রুত হওয়ায় মাধ্যমে তথ্য-আদান প্রদানে অপেক্ষার সময়ও কমবে। পোর্টা সি হওয়ায় বার বার খোলার ফলে পোর্ট ড্যামেজ হওয়া কিংবা আনপ্লাগ হওয়ার কোনো বিড়ম্বনা নেই। ৩২ ও ৬৪ জিবি ধারণ ক্ষমতার ফ্লাশ ড্রাইভটির সঙ্গে এর ঢাকনাটি এমন ভাবে জুড়ে দেয়া হয়েছে যেন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। আমেরিকার সুপার স্টাইল কমিকস ব্র্যান্ডেড পেন ড্রাইভটির ৩২জিবি’র দাম এক হাজার ৫০০ টাকা এবং ৬৪টি জিবির দাম দুই হাজার ৯০০ টাকা। এছাড়াও ৫জিবিপিএস গতির এএইচ ১৭৯ মডেলের ৩২ জিবি ওটিজি ইউএসবি পেনড্রাইভের দাম এক হাজার ৪০০ টাকা এবং ৬৪ জিবির দাম দুই হাজার ৮০০ টাকা।

(পিআর/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৯)