কবিতা তোমার জন্য

ঘোর আঁধার ছিড়ে এসেছি মাগো, জন্মেছি তোমার কোলে
দেখি তোমার সুন্দর মুখ, আহ্ কি অপরূপ।
চাঁদের জোছনা হাসে ঠোঁটে, নদীর জলেও খেলে
অপরূপ সুন্দর্য্যে সেজে আছো তুমি, সুন্দর ফুল ও ফলে।

এই দেশের পাখির গান, জুড়ায় সবার মন ও প্রাণ,
বাতাসে নদীর জলে, ঢেউয়ে ঢেউয়ে ফনা তুলে
জলপথ পাড়ি দেয়, পাল তুলে নৌকা চলে
মাঝির কন্ঠে ভাটিয়ালী গান, সকলি তোমার দান।

যেদিকেই তাকাই, জুড়ায় চোখ, রূপে তুমি পূর্ন
আমি ধন্য, হব মহাপূন্য, গাইতে পারি তোমার গান।
চির সবুজের বুকে, বিচরন করেও করিনা তোমায় গন্য
মিনতি করি নিবেদন আমার, কবিতা তোমার জন্য।

লেখক : কবি ও সমকাল সাংবাদিক, সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, কেন্দুয়া, নেত্রকোনা।