স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একই দল থেকে আবারও মনোনয়ন পাওয়া মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের জন্য বড় অর্জন, বড় পাওয়া। আমরা (তাপস ও আতিক) একসাথে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব – এই প্রত্যাশা ও বিশ্বাস আছে।’

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার দুই দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য তাদের দুজনের নাম ঘোষণার পর এসব কথা বলেন আতিক।

অভিব্যক্তি তুলে ধরে উত্তরের মেয়রপ্রার্থী আতিক বলেন, ‘ঢাকা উত্তরে গত উপ-নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে। আবারও আমাকে দল মনোনয়ন দিয়েছে। গত ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, আপনারা সবাই তা জানেন। যেদিন থেকে দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে একটি দিনও সময় নষ্ট করি নাই। আগামী নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব জনগণের সহযোগিতা চাই।’

মেয়র আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমার ও ঢাকা উত্তর সিটি সব জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)