ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : চলতি শীত মৌসুমে শনিবারই ঈশ্বরদীতে ছিল সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রী সেলসিয়াস। সেইসাথে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা ছিল প্রকট। শীতের তীব্রতায় নিম্ন আয়ের দরিদ্র জনপোষ্ঠির নাকাল অবস্থা। 

এই পরিস্থিতিতে গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দাশুড়িয়া ইউনিয়নের তিনটি গুচ্ছ গ্রামে এবং একটি আশ্রায়ন প্রকল্পে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান এসময় ২৩৭টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। দাশুড়িয়া ইউপির চেয়ারম্যান বকুল সরদার এবং এলাকার মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)