ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্লোগাণকে প্রতিপাদ্য করে রবিবার ঈশ্বরদীতে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফুল ইসলাম।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্তৃক স্থাপিত বিজ্ঞান বিষয়ক ষ্টল পরিদর্শন করেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)