মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে আমন ধান কেনার লক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ববিবার এ লটারী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ মাগুরা সদর-এর পক্ষ থেকে এ লটারীর আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু সুফিয়ানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, বক্তব্য রাখেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আবু তালহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকির, কৃষক চিত্ত বিশ্বাসসহ অন্যরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উল ইসলাম বলেন, অনুষ্টানে উন্মুক্ত লটারীর মাধ্যমে সদর উপজেলার নিবন্ধিত ৫ হাজার ৬৯৯ জন কৃষকের মাঝ থেকে দুই হাজার ২৬৭ জন কৃষকের নাম নির্বাচন করা হয়। যার মধ্যে ১৯০১ জন বড় কৃষক দুই মেট্রিক টন ও ৩৬৬ জন ছোট কৃষক এক টন করে ধান ১০৪০ টাকা দামে সরাসরি সরকারি গুদামে বিক্রির সুযোগ পাবেন। বর্তমানে যেখানে ধানে বাজার দর ৬০০ টাকা করে।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)