স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আজও (সোমবার) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কালো টেপের ছিন্নভিন্ন অংশ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাদ থেকে এগুলো ছোড়া হতে পারে বলে তাদের ধারণা।

এর আগে, গতকাল রবিবার সকালে তিনটি ও বিকেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে পার্কিংয়ে থাকা একটি গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হয়।

রবিবারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সবসময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায়, তারাই এ কাজ করেছে। আমরা খতিয়ে দেখছি। এ চক্রকে শনাক্ত করার চেষ্টা করছি। মধুর ক্যান্টিন এলাকায় বাড়তি নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করার চেষ্টা করছি।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে থেকে অর্ধবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৯)