মদন (নেত্রকোণা) প্রতিনিধি : বুধবার নেত্রকোনার মদন উপজেলার পৃথক স্থানে সাপুড়ে কালাচান দুটি বিষধর সাপ উদ্ধার করেছে।

জানা যায়, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার সোনাপুর গ্রামের উস্তাদ ফারুক মিয়ার ছেলে কালাচান সাপুড়ে বুধবার উপজেলার তলার বন্দে গাচ্ছাআলদ নামের সাড়ে সাত হাত লম্বা ১টি বিষধর সাপ ও উপজেলা সদরের ফেকনি সড়কে দুধরাজ নামের ৬ হাত লম্বা ১টি বিষধর সাপ উদ্ধার করে। এ ব্যাপারে সাপুড়ে কালাচান এ সংবাদদাতাকে জানান, সাপগুলো ঢাকা সাভারের গ্লাসক্লো কোম্পানিতে প্রতি সাপ ২ হাজার টাকায় বিক্রি করবে। সে এও বলে সরকারের কাছে সাপগুলো হস্তান্তর না করে পেটের দায়ে বিক্রি করছি। এ ছাড়াও সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো সাপ উদ্ধারের জন্য সাপুড়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছে। বিষয়টি এলাকায় আলোড়ন বিরাজ করছে।
(এএমএ/এএস/আগস্ট ০৬, ২০১৪)