ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের এক নেতা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মোস্তফা মনির (৩২)। তাঁর বাড়ি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রামে। তিনি উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

মোস্তফাকে হত্যার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছে জেলা বিএনপি।

পুলিশ জানায়,গত কয়েকদিন ধরে বালিগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ-ছাত্রলীগ ও বিএনপি-যুবদলের নেতাকর্মীদের মধ্যে বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলা হয়। গতকাল সন্ধ্যায় মোস্তফা তাঁদের বাড়ি থেকে অটোরিকশায় করে সোনাগাজীর মান্দারী গ্রামে নানার বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর কালীবাড়ি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে অস্ত্রের মুখে অটোরিকশা থেকে নামায়।এরপর তাঁকে পিটিয়ে ও কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায় তারা।

স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর রাত ১১টার দিকে তিনি মারা যান।

মনিরের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা রাতেই বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেন। পরে তাঁরা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলা করে কম্পিউটার ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করেন।

ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, সন্ত্রাসী হামলায় মোস্তফা নিহত হওয়ার ঘটনায় সোনাগাজী থানায় একটি হত্যা মামলা হবে। এছাড়া ইউপি সদস্য কামাল উদ্দিনের বাড়ি ও তথ্যসেবা কেন্দ্রে হামলা ঘটনায় ফেনী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ওএস/এটিআর/আগস্ট ০৬, ২০১৪)