আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ ২০১৯ ইংরেজী সালের শেষ দিন। এ  উপলক্ষে (থার্টি ফাস্ট নাইট) উদযাপন করতে মেতে উঠে বাঙালীরা। আর নতুন বছর যেন কারো বেদনা দায়ক না হয় এজন্য থার্টি ফাস্ট নাইটে বাড়ির ছাদে কোন অনুষ্ঠান, আতশবাজী ও বিকট শব্দে হর্ণ বাজিয়ে বেপড়োয়া গতিতে মটর সাইকেল চালানো থেকে বিরত থাকতে বগুড়ার সান্তাহার ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় মাইকিং করে জানানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি হলেও বিশ্বায়নের যুগে আমরা এর বাইরে নই। দিবসটি পালনে হোক তবে শৃঙ্খলা বজায় রেখে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের টহল ব্যাবস্থা জোরদার থাকবে।

(এস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৯)