স্টাফ রিপোর্টার : বড় অঙ্কের লাভ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১৮-১৯ অর্থবছরে বিমানের লাভ ২১৮ কোটি টাকা, দাবি সংস্থাটির।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ৩০ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা হয়। প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত এ সভায় ২০১৮-১৯ অর্থবছরের লভাংশের কথা জানানো হয়। বিমান অর্থবছরটিতে (কর পরিশোধ করেও) নিট ২১৮ কোটি টাকা লাভ করে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী। সভায় বিমান পরিচালনা পর্ষদের সব সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের শেয়ারহোল্ডার, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৯)