আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। প্রতিবারের মতো এবারও শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ’র হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণাকালে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এ বছর বরিশাল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে এক লাখ ১০ হাজার ৬১৯ জন। যারমধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন।

বরিশাল বিভাগে পাসের হারে এগিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে বরগুনা জেলা। ওই জেলার পাশের হার ৯৯.১৮ ভাগ। গত বছর বরগুনা জেলা দ্বিতীয় অবস্থানে থাকলেও গতবছরের শীর্ষে থাকা ভোলা জেলা এবছর রয়েছে দ্বিতীয় স্থানে।

আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, ২০৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৬জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩জন ও এ গ্রেড পেয়েছে ৩৩জন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৯)