গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩৯টি উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে উপজেলার ১৭টি মাদরাসার একটিতেও কেউ জিপিএ-৫ পায়নি। জেএসসি পরীক্ষায় ৫হাজার ৫১১জন পরীক্ষার্থীর মধ্যে ৪হাজার ৮৯৫জন পাস করেছে। পাসের হার ৮৮.৮২। জেডিসিতে ১৬টি মাদরাসার ৭৬২জনের মধ্যে ৬৬৪জন পাস করেছে। পাসের হার ৮৭.৩১। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে এটি প্রথম জেএসসি পরীক্ষা।

উপজেলায় শতভাগ পাস করেছে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়। ১৪২জন পরীক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬জন, ১৫জন জিপিএ নিয়ে দ্বিতীয় অবস্থানে সিধলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম জানান, এ বছর জেএসসি ৬১৬জন, ও জেডিসিতে ৯৮জন পরীক্ষার্থী কৃতকার্য হয়।

(এস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৯)