মানিক সরকার মানিক, রংপুর : রংপুর বিভাগের ৮ জেলায় ৬২০ জন চিকিৎসককে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

নিয়োগকৃত এসব চিকিৎসকদের খুব শিগগিরই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং অবকাঠামোবিহীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেয়া হবে। এরই মধ্যে এসব চিকিৎসকরা রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগীয় পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ৩৯তম ব্যাচের বিসিএস-এ উত্তীর্ণদের সারাদেশের মত রংপুর বিভাগেও নিয়োগ দেয়া হয়। তারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মেডিক্যাল অফিসার পদে যোগদান করেছেন।

এরপর তারা পদোন্নতি পেয়ে বদলি হতে পারবেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোস্তফা খালেদ আহমেদ জানান, রংপুর বিভাগে মেডিক্যাল অফিসার পদে ৭০৭টি পদ শূণ্য ছিল। এর বিপরীতে ৬২০টি পদে এবার নিয়োগ দেয়া হয়েছে।

এরমধ্যে রংপুরে ১০৮টি শূণ্য পদের বিপরীতে সবগুলোতে নিয়োগ হয়েছে। এ ছাড়া লালমণিরহাট জেলায় নিয়োগ পেয়েছেন ৪৯জন, গাইবান্ধায় ৮৪ জন, কুড়িগ্রামে ৭২জন, দিনাজপুরে ১১৬জন, নীলফামারীতে ৭৩, ঠাকুরগাঁওয়ে ৬১ এবং পঞ্চগড়ে ৫৭ জন। তিনি আরো জানান, স্ব-স্ব জেলার সিভিল সার্জন অবকাঠামোবিহীন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যোগদানের পরিবর্তে তারা জেলা হাসপাতালে যোগদান করবেন।

(এম/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৯)