আতিকুর রহমান দর্জী : আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ২১ বছর মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন। শেখ হাসিনা অবহেলিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন । ভাতা চালু করেছেন । মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্তমান সরকারের ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে ।

মহান বিজয় দিবস উপযাপন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপলক্ষে খিলক্ষেত থানা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এসব কথা বলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার জিয়াউর রহমান জিয়া, আনোয়ার হোসেন বীর প্রতীক, খিলক্ষেত থানা কমান্ডার মুজিবুর রহমান, ডেপুটি কমান্ডার জালাল উদ্দিন, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী সহ সাধারণ জনগণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন মাতাব্বর । সভা পরিচালনা করেন খিলক্ষেত থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আতিকুর রহমান দর্জী ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট সাহারা খাতুন খিলক্ষেত থানার বীর মুক্তি যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন ।

(এ/এসপি/জানুয়ারি ০১, ২০২০)