নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে পাঠ্য পূস্তক বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১লা জানুয়ায়ী) সকালে উপজেলা প্রাঙ্গণে এ বই উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপূস্তক তুলে দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছ্বাসে উপজেলা চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল কবির মুকুল, সাধারণ সম্পাদক মো. হারুন-উর-রশিদ প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর নাগরপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ ৩৬ হাজার ৬৫০ টি ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৯ হাজার ১৮৫ টি বই বিনামূল্যে বিতরন করা হয়।

(আরএস/এসপি/জানুয়ারি ০১, ২০২০)