সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গতকাল নতুন বই বিতরণ করা হয় । 

উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে বুধবার সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে।

সিরাজদিখান ইছাপুরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের সঙ্গে শিশুদের মিষ্টিমুখ এবং শিশুদের কিছু উপহারসামগ্রী দেওয়া হয়। বই বিতরণের দিনে শিশুদের এমন উৎসবমুখর পরিবেশে দেখা গেছে। এই হাসি-আনন্দ, উচ্ছ্বাস আর ছোটাছুটিতে ব্যস্ত ছিল সিরাজদিকান উপজেরার প্রায় সাড়ে ৩৪ হাজার শিশু। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ইছাপুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান তালুকদারের সঞ্জালনায় সকাল সাড়ে দশটায় ইছাপুরা সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, উপজেলা সহকারী কমিমনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, মোঃ কাইয়ুম স্বপন,সামসুল হক হাওলাদার,আনিসুল ইসলাম,সামসুজ্জামান জার্মানি, সবিতা রানী সরকার,সুমন মিয়া,তৌহিদ খান স¤্রাট,মহসিন রেজা,আব্দুল রশিদ রতন ।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ হাজার ২৪ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।

ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান তালুকদার বলেন, নতুন বই পেয়েই শিশুরা খুশি। তার সঙ্গে দিনটিকে শিশুদের কাছে আরও মজার করে তোলার জন্য তাঁরা কিছু উপহারসাম গ্রীও দেন। এগুলো হচ্ছে টিফিন বক্স, খাতা-কলম ও আরও ছোটখাটো কিছু উপহার। ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিরউদ্দিন বলেন, বছরের শুরুটা সুন্দর করার জন্য তাঁরা বাচ্চাদের বই দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করেন।

(এসআরডি/এসপি/জানুয়ারি ০১, ২০২০)