চাটমোহর (পাবনা) প্রতিনিধি : নতুন বছরের শুরুটাই ছিল উৎসবের। আর সকালে এ উৎসব ছড়িয়ে পড়ে পাবনার চাটমোহরের প্রতিটি স্কুলে। উৎসবের একটাই কারণ শিক্ষাবর্ষের প্রথম দিনই খালি হাতে স্কুলে এসে নতুন বই পাওয়া।

২০২০ শিক্ষাবর্ষের জন্য পাবনার চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপজেলার সকল স্কুলে বই বিতরণ শুরু হয়। এরপর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্য্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করা হয় হয়। সকালে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার। এসময় বক্তব্য দেন,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ছালাম ও সাংবাদিক হেলালুর রহমান জুয়েল।

পরে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝেও আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার। বই বিতরণের এ দু’টি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক ইসাহক আলী, প্রধান শিক্ষক সামিনুল ইসলামসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা, সামাদ সওদা মহিলা মাদ্রসা, চড়ইকোল উচ্চ বিদ্যালয়, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ, বিলচলন উচ্চ বিদ্যালয় বরদানগর, মুলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী উচ্চ বিদ্যালয়, হাজী মেহের উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়, ছাইকোলা উচ্চ বিদ্যালয়, ফৈলজানা উচ্চ বিদ্যালয়, খতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ১৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক স্কুল, কিন্ডার গার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসা, অর্ধশতাধিক মাধ্যমিক বিদ্যালয়সমূহে সকাল থেকেই বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে অন্যরকম আনন্দে মেতে ওঠে কোমলমতি শিশু-কিশোররা। আনন্দের রেশ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যেও। প্রতিটি স্কুলে পালিত হয় বই উৎসব। চাটমোহরের মাধ্যমিক পর্যায়ে ৩০ হাজার ও প্রাথমিক পর্যায়ে ১৪ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(এস/এসপি/জানুয়ারি ০১, ২০২০)