রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়ায় বখাটের উৎপাতে অতিষ্ঠ স্কুলছাত্রী খাদিজা খানম (১৩) আত্মহত্যা করেছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মারা যায়। এ দিকে, আত্মহত্যা ঘটনার মূলহোতা ঈমাম শেখকে (১৮) পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউপির পাংখারচর গ্রামের সেলিম সরদারের মেয়ে ও শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা খানমকে (১৩) স্কুলে আসা-যাওয়ার পথে একই গ্রামের কামাল শেখের বখাটে ছেলে ঈমাম শেখ উত্ত্যক্ত করত । গত রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খাদিজা পাশ্ববর্তী পুকুরে পানি আনতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে ঈমাম শেখ খাদিজার পথরোধ করে উত্ত্যক্তসহ অশ্লীল কথাবার্তা বলে।

এ সব অশ্লীল কথা সহ্য করতে না পেরে খাদিজা বাড়ি ফিরে নিজ ঘরের ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার দুপুর ১২টার দিকে খাদিজা মৃত্যূর কোলে ঢলে পড়ে ।

এ ঘটনায় খাদিজার পিতা সেলিম সরদার গত সোমবার (৩০ ডিসেম্বর) বাদী হয়ে বখাটে ঈমাম ও তার সহযোগী নবীর শেখ ও সজিব শেখকে আসামি করে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে বখাটে ঈমাম শেখকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। খাদিজার মৃত্যূর খবর পেয়ে শুক্রবার দুপুরে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, ইন্সপেক্টর আমান উল্লাহ আল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্মহত্যার শিকার খাদিজার পিতা সেলিম সরদার কান্নাজড়িত কন্ঠে গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।

লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক জানান, লাশের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং রাতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সহযোগী আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

(আরএম/এসপি/জানুয়ারি ০৪, ২০২০)