কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে র‌্যাব-৬। মঙ্গলবার রাতে র‌্যাবের ডি এ ডি আবুল কালাম আজাদ কালিয়া থানায় মামলাটি দায়ের করে আটককৃতদের ওই থানায় সপর্দ করেন।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়,মঙ্গরবার দুপুরে র‌্যাব-৬ এর একটি দল কালিয়া পৌর সভার বড়কালিয়ার মৃত মোতালেব খার পুত্র রবিউল ইসলাম খানের(৩৫) বাড়ি থেকে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৫২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করে। এবং রবিউল সহ ঘটনার সাথে জড়িত কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র শামিমুর রহমান শান্ত,ফরিদপুর জেলার মধুখালির মৃত কালিপদ কর্মকারের পুত্র সুদিপ কর্মকার ও খুলনার খালিশপুরের ইয়াদ আলীর পুত্র রেজাউলকে আটক করে। এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১)(ক) ধারায় মামলাটি দায়ের করে আটককৃতদেরকে রাতে কালিয়া থানায় সপর্দ করেন। কালিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেছেন, হস্তান্তরিত আসামীদেরকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। এস আই ফারুক হোসেনের উপর মামরার তদন্ত ভার অর্পন করা হয়েছে।
(এমএইচএম/এএস/আগস্ট ০৬, ২০১৪)