পটুয়াখালী প্রতিনিধি : বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে কুয়াকাটা-১ নামে যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় ৫ যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে রশিদ মোল্লা, মজিবর সর্দার এবং ময়না বেগমকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

ঘটনার পরপর পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ঘাট শ্রমিক কাশেম জানান, ঘাটে ভিড়ানো কুয়াকাটা-১ লঞ্চটি অতিরিক্ত যাত্রী উঠানোর লক্ষ্যে পন্টুনের সঙ্গে আড়াআড়ি করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।

এসময় দ্বীপরাজ নামে অপর একটি লঞ্চ ঘাটে এলে কুয়াকাটা-১ লঞ্চের সঙ্গে বেধে রাখা রশি ছিড়ে যায়। এতে রশি ও লঞ্চের ধাক্কায় ওই যাত্রীরা আহত হয়। এসময় অপর এক যাত্রী নদীতে পড়ে যায় বলে তিনি জানান।

অবশ্য নৌবন্দর কর্মকর্তা এসএম বদরুল আলম নিখোঁজের ব্যাপারে কোনো কিছু জানেন না বলে স্বীকার করেন।

(ওএস/অ/আগস্ট ০৬, ২০১৪)