সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এই স্লোগানকে সামনে তুলে ধরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড দুই দিন ব্যাপী শুরু হয়েছে। 

রবিবার দুপুরে কেন্দুয়া উপজেলা সদরের জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসন মোঃ মঈন উল ইসলাম।

তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান চেতনায় গড়ে ওঠার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখে তাদের প্রশংসা করেন।

(এসবি/এসপি/জানুয়ারি ০৬, ২০২০)