পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি

রা অংশ নেন। পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু জাফর, দৈনিক পাবনা প্রতিদিনের প্রধান সম্পাদক মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।

সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, আগামী ১১ জানুয়ারী জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৮৪ হাজার ৪৩৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলার ১৮৪৪ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে মোট ৩ হাজার ৯৮৮ জন মাঠকর্মী এ কাজে নিয়োজিত থাকবেন।

সিভিল সার্জন আরও জানান, অন্ধত্ব প্রতিরোধ এবং ভিটামিন এ এর অভাব জনিত নানা রোগ প্রতিরোধে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো জরুরি। এ ক্যাপসুল সম্পুর্ন পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন। আগামী ১১ জানুয়ারি শিশুদের নিকটস্থ কেন্দ্র থেকে টিকা খাওয়ানোর অনুরোধ জানান।

(পিএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)