আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০পিচ ইয়াবাসহ ব্যবসায়ী নুর আলম আকনকে (২৬) সঙ্গিয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন এসআই শাহাবুদ্দিন।

গ্রেফতারকৃত নূর আলম গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের শাহ আলম আকনের ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই রাতেই এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-০১(০৬/০১/২০২০)। গ্রেফতারকৃত নূর আলমকে মঙ্গলবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)