স্টাফ রিপোর্টার : বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বিএম’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সারওয়ার আলী এবং তার পরিবারের সদস্যদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল আজ এক বিবৃতিতে বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. সারোয়ার আলী ও তার পরিবারের উপর এই নেক্কারজনক হামলায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

ডা. সারওয়ার আলী মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে একজন অগ্রসৈনিক এবং এদেশের প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান অসামান্য। আমাদের আশঙ্কা তার জঙ্গী মৌলবাদী সন্ত্রাসবিরোধী বলিষ্ঠ অবস্থানের কারণে তাকে সপরিবারে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।

আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। একই সঙ্গে দ্রুত হত্যাপ্রচেষ্টাকারীদের গ্রেফতার এবং ডা. সারওয়ার আলী ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি।

(পিআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)