চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রাম থেকে একটি শাটার গান ও এক রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। চরমপন্থি দলের সদস্য মুকুল হত্যা মামলার প্রধান আসামী মিজানের দেয়া তথ্যে বুধবার ভোর ৫টার দিকে কালিয়াবকরী বাঁশবাগানের মাটি খুড়ে এগুলো উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, চরমপন্থী দলের সদস্য মুকুল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মিজানুর রহমান ওরফে মিজারের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বুধবার ভোরে দামুড়হুদা থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বাঁশবাগানের মাটি খুড়ে পলিথিনে মোড়ানো একটি শাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২ জুন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে চরমপন্থী দলের সদস্য ও মহাজনপুর ট্রিপল হত্যা মামলার আসামি মুকুল হোসেনকে (৩২) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পর দিন বিকালে নিহতের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
(জেএ/এএস/আগস্ট ০৬, ২০১৪)