সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : যুব ও তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার দাবীতে প্রথম বারের মত কেন্দুয়া মাদক বিরোধী কনসার্ট করল ২০১৭ ব্যাচের সতীর্থরা। 

ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার রাতে এ কনসার্টের আয়োজন করা হয়। সতীর্থ ২০১৭ ব্যাচের রানা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা।

সমাজের সর্বত্র যুব ও তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পারভীন সিরাজ মহিলা কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা।

কনসার্টের আগে উপজেলা সদরে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে। পরে মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলতে কনসার্ট শেষে এক শপথ বাক্য পাঠ করে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়–য়া সতীর্থ ২০১৭ ব্যাচের সদস্যরা।

(এসবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২০)